আম গাছের মুকুলের পরিচর্যা করার নিয়ম

আম গাছের মুকুলের পরিচর্যা করার নিয়ম

তো বন্ধুরা, আজকের পোস্টে দেখে নেবো, যে আমগাছে মুকুল আসার পর থেকে আমরা কী কী ধরনের পরিচর্যা করলে, এই মুকুলগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ আম পেতে পারবো। আমের মুকুলের যত্ন পরিচর্যা সংক্রান্ত আলোচনার আগে, প্রথমে চলুন দেখে নিই সাধারণত কী কী কারণে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয় এবং আমের মুকুলগুলি ঝরে পড়ে যায়।
আম গাছের মুকুলের পরিচর্যা করার নিয়ম

মুকুল আসার পর আম গাছের পরিচর্যা

সর্বোচ্চ ফলনের জন্য আমের মুকুলের পরিচর্যা:এই সময় আমাদের আম গাছে মোট তিনবার স্প্রে করতে হবে। প্রথম স্প্রে করতে হবে, যখন আম গাছে সবে কুশি আসছে। অর্থাৎ আমের মুকুলের লক্ষণ দেখা যাবে। তখন আমাদের প্রতি লিটার জলে 1ml করে সাইপারমেথ্রিন 25% জাতীয় যেকোনো একটি কীটনাশক এবং প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে কার্বেন্ডাজিম + ম্যানকোজেব যুক্ত যেকোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে।

আমের মুকুলে আমাদের দ্বিতীয় স্প্রে করতে হবে, যখন আমরা দেখবো যে আমাদের গাছে সম্পূর্ণরূপে মুকুল চলে এসছে, কিন্তু মুকুলগুলো ফুটে যায়নি। এই অবস্থায় আমাদের ওই একই রকম করে, প্রতি লিটার জলে 1ml করে সাইপারমেথ্রিন এবং আড়াই গ্রাম করে ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করে দিতে হবে।
এই সময়ে আমরা চাইলে গাছে কিন্তু পিজিআর ব্যবহার করতে পারি।

 সেক্ষেত্রে আমাদের প্রতি লিটার জলে এক মিলি করে মিরাকুলান ব্যবহার করতে পারি অথবা 2ml করে ফ্লোরা জাতীয় আমরা পিজিআর ব্যবহার করতে পারি। তাতে মুকুলগুলোর গোড়া আরও মজবুত হবে, স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে এবং ওভারঅল আমাদের ফলনের পরিমাণ বৃদ্ধি পাবে।

আমরা তৃতীয় স্প্রে করবো, যখন দেখবো যে আমের গুটি মটরদানার মতো সাইজের হয়েছে। এই সময়ে আমরা প্রতি লিটারে 1ml করে সাইপারমেথ্রিন, আড়াই গ্রাম করে ছত্রাকনাশক এবং 1ml করে মিরাকুলান অথবা 2ml করে ফ্লোরা ব্যবহার করবো। এতে করে আমের গুটিগুলো আরও শক্তপোক্ত হবে এবং ঝড়ে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

আম গাছের ফুল ঝরা সমস্যার সমাধান

আমাদের আম গাছে যখন প্রচুর পরিমানে মুকুল চলে আসে, তখন আমাদের আনন্দের কোনো সীমা থাকে না। কিন্তু যখন দেখি সমস্ত মুকুলগুলো কালো কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে, আম থাকছে হাতে গোনা কয়েকটি, তখন আমাদের দুঃখের কোনো অন্ত থাকে না।

আমের মুকুল ঝরে পড়ার কারণআমের মুকুল ঝরে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে- ছত্রাকের আক্রমণ। বছরের এই সময়টাতে আবহাওয়া ঠান্ডা ও শুষ্ক থাকে, এবং রাতের বেলা শিশিরে কিন্তু পুরো মুকুল ভিজে যায়, তার ফলে এই সময়ে পাউডারি মিলডিউ নামক ছত্রাকের সংক্রমণ ভীষণ পরিমাণে বাড়তে থাকে।

এই ছত্রাকের আক্রমণ হলে, পুরো আমের মুকুলের উপর দিয়ে ছাই রঙ বা ধূসর রঙের একটা আস্তরণ পড়ে যায়। এবং আমের ছোট ছোট গুটিগুলো কালো হয়ে আস্তে আস্তে ঝরে পড়তে থাকে।

আমার মতামত

তো বন্ধুরা এই ছিল আজকে আমগাছের মুকুলের পরিচর্যা সংক্রান্ত আলোচনায়। এই পদ্ধতি অবলম্বন করে আমি প্রতি বছর প্রচুর পরিমাণে আম, গাছগুলো থেকে পাই। তবে শেষে একটা কথা বলতেই হয়, গাছের পরিচর্যা কিন্তু অনেকটা রান্নাবান্নার মতো।

 একই রকম পরিচর্যা করে কারও গাছে খুব ভালো ফুল-ফল হবে, আবার কারও গাছে আশানুরূপ নাও হতে পারে। সাফল্য পুরোপুরি নির্ভর করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের উপর। তো বন্ধুরা, পোস্টটি ভালো লেগে থাকলে এবং তথ্যগুলো যদি গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url