রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে?
পবিত্র মাহে রমজানে রোজা থাকা অবস্থায় অনেকেই দুপুরের একটু ঘুয়ে পড়েন। অতিরিক্ত ক্লান্তি কিনবা কাজের চাপ কম হলেই অনেকে ঘুমিয়ে পড়েন। আর সেই ঘুমের মধ্যে যদি আপনার স্বপ্নদোষ হয় তাহলে কী করবেন? রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে কী রোজা ভাঙে যাবে? সেই মুহূর্তে আপনার করণীয় কী হবে- এমন অনেক প্রশ্নই মনের ভিতর ঘুরঘুর করছে?
রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে?
উত্তর হলো- না। তবে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়। যদি কেউ মনে করেন, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে, তাদের এ ধারণা সম্পূর্ন ভ্রান্ত।আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে নবী কারিম (সা.) বলেন, ‘তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়
- ১।বমি,
- ২।শিঙ্গা লাগানো ও
- ৩।স্বপ্নদোষ।
উত্তরে আল্লাহর রাসুল (সা.) বললেন, ‘হ্যাঁ। যদি সে পানি (ভেজা) দেখতে পায়।
এ হাদিস থেকে বোঝা যায়- ১. ছেলেদের মতো মেয়েদেরও স্বপ্নদোষ হয়। ২. স্বপ্নদোষ হলে ছেলে-মেয়ে উভয়ের গোসল করা ফরজ হয়।
অতএব, উপরোক্ত হাদিসগুলো থেকে বোঝা যায় যে, স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তাই স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। সুতরাং রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায়— এ ধারণা ঠিক নয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url