শবে কদরের রাত চেনার উপায় - শবে কদর ২০২৪ কত তারিখে
শবে কদরের রাত চেনার উপায় হচ্ছে এ রাতে বাতাসের সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে।
রমজানের পুরো মাস ধরে বিরাজ করে রহমত বরকত ও ক্ষমা। কিন্তু এ মাসে রয়েছে বিশেষ
এক রজনী লাইলাতুল কদর বা শবে কদর। আর লাইলাতুল কদর হাজার বছরের শ্রেষ্ঠ ও
পূণ্যময় একটি দিন। শবে কদরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এ রাতে মানবজাতির
মুক্তির সনদ মহাগ্রন্থ পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে।
শবে কদরের রাত চেনার উপায় গুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা অবদান রাকেশ সেটি
হচ্ছে এ রাতে বাতাসের সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে বিশুদ্ধ হাদিসের শবে
কদরের রাত চেনার বেশ কিছু আলামতের কথা এসেছে। জেনে নেওয়া যাক শবে কদরের রাত
চেনার আলামত গুলো কি কি?শবে কদরের রাত সম্পর্কে আমাদের মনে হবে হযরত মুহাম্মদ
সাঃ বলেছেন এটি একটি উজ্জ্বল রাত।
আরো পড়ুনঃ ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত
এ রাতে না থাকে গরম না থাকে ঠান্ডা। এ রাতে কোন উল্কাপিণ্ড দেখা যাবে না।
মহানবী হযরত মোহাম্মদ(সা.) বলেন শবে কদরের রয়েছে সপ্তম নবম অথবা বিংশ যে রাতে
পৃথিবীর পরি পাথরের চেয়েও বেশি সংখ্যক ফেরেশতাগণ জমিনে নেমে আসবেন।শবে কদরের
রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে। এড়াতে কোন ঈমানদার
ব্যক্তিকে আল্লাহ মহান স্বপ্নে রাতটির কথা হয়তো জানেও দিতে পারেন।
শবে কদর ২০২৪ কত তারিখে
শবে কদর ২০২৪ কত তারিখে হতে পারে তা নির্দিষ্ট করে বলা যায় না। তবে বিজোড় রাত
গুলো যেমন ২১,২৩,২৫ ,২৭ ,২৯ এর আদ্রতা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এ রাত্রি
মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এমনকি এ রাতের এতটাই গুরুত্ব
যে এর কল্যাণ সামগ্র পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। তবে শবে কদর ২০২৪ কত তারিখে
হতে পারে এটি সম্পর্কে ধারণা নেয়া যাক।
শবে কদরের রাত চেনার উপায় সম্পর্কে কোরআন মসজিদে উল্লেখ করা আছে। শবে কদরের
রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা শেষ তো একটি রাত। শবে কদরের রাতে ফেরেশতা এবং রুহু
অবতীর্ণ হয়েছিল। ফেরেশতা এবং রুহু প্রতিপালকের অনুমতি পেয়ে প্রত্যেকে তাদের
কাজে রতন থাকে। শবে কদরের রাত হচ্ছে প্রত্যেকটি মুসলিমের জন্য গুনাহ মাপের একটি
অমূল্য সুযোগ ।
শবে কদরের রাতে নামাজ পড়ার নিয়ম
আমরা একটু আগে জেনেছি শবে কদরের রাত চেনার উপায় শবে কদর ২০২৪ কত তারিখে হবে।
এখন আমরা জানবো শবে কদরের রাতে নামাজ পড়ার নিয়ম।শবে কদরের রাতে বিশেষ কোন
নামাজের নিয়ম বা কোন রকমের কোন পদ্ধতি নেই। শবে কদরের রাতে দুই রাকাত নফল
নামাজ যত সুন্দর ও মনোযোগ সহকারে পড়া যায় ততই ভালো।
দুই রাকাত দুই রাকাত করে আপনি যত খুশি করতে পারেন এ রজনীতে। আল্লাহ সন্তুষ্টি
অর্জনের জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। দোয়া করবেন ও তওবা
করবেন সূরা ইখলাস ও সূরা কদর বেশি করে পড়বেন।নামাজ শেষে এই দোয়াটি কমপক্ষে
একশো বার পড়া উচিত।
- সুবাহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হা'ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীয়্যিল আযীম।
শবে কদরের নামাজ কিভাবে পড়তে হবে?
শবে কদরের রাত আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। শবে কদরের
নফল নামাজ দুই রাকাত করে যত বেশি পড়বেন আপনি তত বেশি সওয়াব পাবেন। নামাজের
প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার সঙ্গে সূরা ইখলাস সূরা কদর আত্তাহিয়াতু কুরসি
বা সুরা তাকওয়া সুর ইত্যাদি মিলে অধিক সওয়াব অর্জন করা যায়।
এভাবে আপনি যত বেশি নামাজ পড়বেন আপনি ততো বেশি সওয়াব পাবেন। শবে কদরের রাতে
কমপক্ষে ১২ রাকাত নামাজ আদায় করা উত্তম। শবে কদরের রাতে শেষ রাতে চেরি আগে
তাহাজ্জুদ নামাজ পড়া। আপনার যদি সম্ভব হয় তাহলে সালাতুল হাজাত পড়বেন বেশি
বেশি করে। যদি সম্ভব হয় তাহলে তাওবার নামাজ পড়বেন। বেশি পেয়েছি দান সাদকা
করবেন এবং জিকির আস্কার করবেন।
শবে কদরের নামাজের ফজিলত
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি শবে
কদরের রাত থেকে বঞ্চিত হল মানে সে আসলেই বাধিত হলো। শবে কদরের রাত কি হচ্ছে
রমজান মাসের মূল আকর্ষণীয় রাত। শবে কদরের রাত থেকে কেউ বঞ্চিত হওয়া মানে
সবকিছু বঞ্চিত হওয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরো
বলেছেন রমজানের শেষ ১০ কে তোমরা শবে কদরের তালাশ কর।
ইনশাল্লাহ আগামী সোমবার থেকে যথারীতিতে প্রত্যেক রাত্রিতে আমরা শবে কদরের তলাশ
করব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন শবে কদরের রাতে রাত
জেগে যে মুমিন ব্যক্তি আল্লাহতালা ধ্যান অর্জন করবেন আল্লাহ তাআলা তার অতীতের
সব গুনাহ মাফ করে দিবেন।
শবে কদর রাত্রি টি হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মুমিন বান্দাদের
জন্য বিশেষ একটি নিয়ামত। মহান আল্লাহতালা আরো বলেছেন লাইলাতুল কদর অথবা শবে
কদরে খাইরুল মিনাল ফিসার যার অর্থ কদরের রাত্রে হাজার মাস থেকেও সেরা। শবে
কদরের রাত চেনার উপায় টি আল কুরআনে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা রয়েছে।
আমার মতামত
শবে কদরের রাত্রি হচ্ছে বছরের সবচেয়ে বরকতময় রাত। এজন্য শবে কদর ২০২৪ কত
তারিখে হবে তা যখন আপনি একজন মুমিন হিসেবে অনুসন্ধান করার চেষ্টা করবেন তখন
আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত বর্ষিত হবে। আমার পোস্ট পড়ে সবে কদরের রাত
চেনার উপায় গুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার পোস্ট অন্যের সঙ্গে
শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মতামত দিয়ে আমার পাশে থাকবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url