প্রকৃত ভালোবাসা চেনার উপায়
সত্যিকারে ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু বর্তমানে আমরা ভালোবাসার
মানুষ নির্বাচনে ক্ষেত্রে প্রায় ভুল করে থাকি।
যার ফলে প্রতি পদে প্রতারিত হয় ভালবাসার মানুষটির কাছ থেকে। ভবিষ্যতে নতুন
সম্পর্কে জড়ানোর আগে আপনাকে অবশ্যই সঠিক জীবনসঙ্গী বেছে নিতে হবে। আসুন জেনে নিই
সত্যিকারের ভালোবাসা চেনার কয়েকটি উপায়।
সত্যিকারের ভালোবাসা কি
সত্যিকারের ভালোবাসা হলো আত্মার সাথে আত্মার সম্পর্ক। যেমন আপনি যা মনে মনে
ভাবছেন আপনার ভালোবাসা মানুষ তা অনুভব করে। বেশিরভাগ বিষয়ে আপনাকে ছাড় দেয়।
আপনার ভালো লাগাকে প্রাধান্য দেয়। আপনার চিন্তাধারাকে সম্মান করে।
সে কখনো চাইবে না আপনার মনে আঘাত দিতে। ভালবাসায় কোন দূরত্ব নেই হাজার কিলোমিটার
ও বাড়ির কাছেই মনে হয়। বয়সের ব্যবধান ও কোন বাধা সৃষ্টি করতে পারে না।
নিঃস্বার্থ ভালবাসায় একের বেদনায় অপরের চোখের জল আনতে সক্ষম হয়। একে বলে
সত্যিকারে ভালোবাসা।
সত্যিকারের ভালোবাসা চেনার উপায়
আমরা অনেকেই বুঝে উঠতে পারিনা আমাদের পছন্দের মানুষটি কি সত্যি আমাদের ভালোবাসে
নাকি ভালোবাসার নামে অভিনয় করছে। তবে কিছু কিছু আচরণ যদি আপনি আপনার পছন্দের
মানুষের মাঝে খুঁজে পান তাহলে বুঝবেন সে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে। যে
আপনাকে সত্যিকারে ভালোবাসে সে শত ব্যস্ততার মাঝেও একে অপরের খোঁজ নেবে।
সত্যি ভালোবাসায় একে অপরকে সন্দেহ করবে। কারণ একে অপরকে কখনো হারাতে চায় না।
সত্যি ভালোবাসায় হাসাহাসি থেকে রাগারাগি অভিমান বেশি হয়। পরিস্থিতি যতই কঠিন আর
খারাপ হোক সত্যি ভালোবাসায় কখনো একে অপরের হাত ছাড়ে না। একে অপরকে সর্বদা
গুরুত্ব দিবে এবং সম্মান করবে।
সত্যিকারের ভালবাসায় যে তোমাকে মন থেকে ভালবাসে সে কখনো বিয়ের আগে তোমার সাথে
শারীরিক সম্পর্কে জড়াতে চাইবে না। কারণ ভালোবাসা মন থেকে হয় সে ভালোবাসা পবিত্র
এবং খাঁটি। কেউ যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে তবে সে আপনার কাছ থেকে কোন কিছুই
লুকাবে না। সে আপনার সাথে সব কথায় শেয়ার করবে। সে আপনার মূল্যবোধকে শ্রদ্ধা
করবে। সেতার ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে অংশ মনে করবে।
আপনি খুশি হলেই সে খুশি হবে। সত্যিকারের ভালোবাসলে সে আপনাকে মিস করবে এবং আপনার
মিস করাকে মূল্যায়ন করবে। যে আপনাকে সত্যিকারের ভালবাসবে সে তার খুশির খবর
প্রথমে আপনাকে জানাবে। আপনি অভিমান করলে আপনার অভিমানকে প্রাধান্য দেবে এবং আপনার
অভিমান ভাঙ্গাবে। আপনার প্রিয় মানুষটির যদি মন খারাপ হয় এবং আপনার সাথে কথা
বললে যদি আপনার প্রিয় মানুষটির মন ভালো হয়ে যায় তাহলে বুঝবেন সে আপনাকে সত্যি
ভালোবাসে।
মিথ্যা ভালোবাসা চেনার উপায়
যদি আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সব সময় অনুভূতিহীন আচরণ করে তবে ধরেই নিতে
পারেন যে সে আপনাকে ভালোবাসে না। আপনার কোন ব্যর্থতা বা খারাপ সময় দেখে যদি
আপনার প্রিয় মানুষটি শেষ হবে কথা শুনতেই না চায় এবং নিজের স্বার্থ নিয়ে থাকে
তাহলে বুঝে নিন সে আপনাকে ভালোবাসার নামে ঠকাচ্ছে।
যে আপনাকে সত্যিকারে ভালোবাসে না সে আপনাকে অসম্মান করবে। আপনাকে সব সময় মিথ্যা
কথা বলবে। আপনার উপর কখনো অভিমান করবে না বা আপনার অভিমানকে গুরুত্ব দিবে না।
মিথ্যা ভালোবাসায় অভিমান রাগ এগুলো থেকে হাসাহাসি বেশি হয়ে থাকে। যে আপনাকে
ভালোবাসে না সে আপনাকে কথা দিয়ে কথা রাখবে না। আপনাকে গুরুত্ব দিবে না।
আপনার আপনার শরীরকে বেশি প্রাধান্য দেবে। যে আপনাকে সত্যিকারের ভালবাসবে না সে
আপনার সাথে বিয়ের আগেই শারীরিক সম্পর্কে জড়াতে চাইবে। আপনি যদি তাকে শারীরিক
সম্পর্কে না জড়াতে দেন তাহলে সে আপনাকে ছেড়ে চলে যেতে চাইবে। আপনার গোপন কোন
কিছু নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করবে।
যে আপনাকে ভালোবাসে না সে আপনার সাথে কখনো তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা
করবে না। যে আপনাকে ভালোবাসে না সে আপনাকে কথায় কথায় অপমানিত করবে। অন্যের
সামনে আপনাকে অপমান করতে দ্বিধাবোধ করবে না। যে আপনাকে সত্যিকারে ভালোবাসি না সে
আপনার পরিচয় কাউকে দিতে চাইবে না। আপনাকে ভালোবাসে না সে সব সময় ব্যস্ততার
অজুহাত খুঁজবে।
ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায়
যে ছেলে আপনাকে মন থেকে ভালোবাসে সে সবার প্রথমে আপনাকে বুঝবে আপনাকে বোঝার
চেষ্টা করবে। লক্ষ্য করবেন যখন কোন ছেলে আপনাকে মন থেকে ভালবাসবে তখন সে আপনাকে
বোঝার চেষ্টা করবে এবং আপনার সিদ্ধান্তগুলোকে সম্মান দিবে। ছেলেরা সফলতার এমনই
হয় যখন তার কোন মেয়েকে ভালোবাসে কোন মেয়ের প্রতি আকৃষ্ট হয় তখন সে মেয়ে তার
ফার্স্ট প্রায়োরিটি হয়।
অর্থাৎ সেই ছেলের সবটুকু দিয়ে সে তার ভালোবাসা কে যে কোন বিনিময়ে পেতে চায়।
একটি মেয়ের জন্য তার সম্মান তার সবচেয়ে বড় অহংকার তাই মেয়েরা সবসময় সম্মান
পেতে চায় আর যখন কোন ছেলে কোন মেয়ের প্রতি আকৃষ্ট হবে কোন মেয়ের মায়া পড়ে
যাবে তখন সর্বপ্রথম তার চোখে আপনি আপনার নিজের জন্য সম্মান দেখবেন।
যখন কোন ছেলে কোন মেয়ের মায়ে পরে যায় কিংবা কোন মেয়েকে ভালবাসতে শুরু করে তখন
মেয়েটিকে তার পরিবারের একজন মনে করে পরিবারের একজন মনে করে স্নেহ করে। যে ছেলে
আপনাকে সত্যিকারে ভালবাসবে সে বিয়ের আগে কখনোই আপনার সাথে শারীরিক সম্পর্কে
জড়াতে চাইবে না। এমনকি আপনার অনুমতি ছাড়া আপনার গায়ে হাত ও দেবে না। যে ছেলে
আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনার অসময় আপনার পাশে থাকবে।
আপনাকে কখনো অন্য কারোর সামনে অপমানিত হতে দেবে না। আপনাকে অন্য কোন ছেলের সাথে
কথা বলতে দেবে না। অন্য কোন ছেলের সাথে কথা বললে সে আপনার উপর রাগারাগি করবে। যে
ছেলে আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনাকে পর্দা করতে বলবে। যে ছেলে আপনাকে
সত্যিকারের ভালোবাসে সে আপনাকে অন্য কারো সাথে সহ্য করতে পারবে না। আপনাকে সব
সময় সে শাসনে রাখবে এবং ভালোবাসা দিয়ে আপনাকে আপনার ভুলগুলো বুঝিয়ে দিবে।
মেয়েদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায়
যখন কোন ছেলেকে ভালবাসবে তখন সে ছেলেটির সব কথা শুনবে। এবং তার প্রত্যেক কথায়
রিয়াকশন দিবে। ছেলেটির প্রত্যেক কথার মূল্যায়ন করবে। একটি মেয়ে যখন আপনাকে মন
থেকে ভালবাসবে তখন সে আপনাকে মিস করবে। আপনাকে সময় পেলে মিস করার কথা বলবে এবং
কল করবে।
মেয়েটি আপনাকে মন থেকে ভালবাসলে আপনার সাথে সময় পেলে ঘুরতে যেতে বা গল্প করতে
চাইবে। মেয়েরা যাদের অনেক কাছের মনে করে তাদের নিজের সব কথা বা সিক্রেট শেয়ার
করে থাকে। যখন কোন মেয়ে আপনাকে তার সব কথা শেয়ার করছে তখন ধরে নিতে পারেন তার
আপনার প্রতি ফিলিংস আছে মেয়েটি আপনাকে সত্যিকারের ভালবাসে।
জ্যামে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনো আপনার ভাল কাজে বাধা দিবে না। বরং
উৎসাহ দিবে এবং উক্ত কাজটি ভালোমতো করে সফল হওয়ার জন্য বলবে। যে মেয়েটি আপনাকে
ভালোবাসে সেই কখনোই আপনার ক্ষতি চাইবে না। কোন মেয়ে তার ভালোবাসার মানুষকে অন্য
কারোর সাথে সহ্য করতে পারে না। যে আপনাকে সত্যিকারের ভালবাসবে সে অন্য মেয়ের
সাথে আপনাকে দেখলে অনেক রাগান্বিত হবে যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন।
যে মেয়ে আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে যাবে না
বরং সে আপনাকে বলবে সব ঠিক হয়ে যাবে আমি আছি তো। মেয়েটি আপনাকে মন থেকে
ভালবাসলে সব সময় তার আপনার কথা মনে পড়বে। আর তাই আপনার কথা মনে পড়া মাত্রই সে
আপনাকে টেক্সট এবং কল করে আপনার সাথে কথা বলতে চাইবে। সম্পর্কে ঝগড়া এটি একটি
কমন ব্যাপার।
কোন মেয়ে যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে যতই ঝগড়া হোক না কেন সবকিছু
মিটিয়ে নিতে চাইবে এবং নিজ থেকে সরি বলবে। যে মেয়ে সত্যিকারে ভালোবাসে সে
অপেক্ষা করতে জানে সেটা যতদিন হোক না কেন। কোন মেয়ে যদি আপনার জন্য অনেক দিন
অপেক্ষা করার জন্য রাজি থাকে তবে সে আপনাকে সত্যিকারই ভালোবাসে। যে মেয়ে আপনাকে
সত্যিই ভালবাসে সে কখনোই কোন কিছু বাহানা দিয়ে আপনাকে ছেড়ে যাওয়ার কথা
বলবেনা।যে মেয়ে আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার উপর অনেক অভিমান করবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url