নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৪
দুনিয়া যতই ডিজিটাল হচ্ছে কাগজের টাকার ব্যবহার দিন দিন ততই কমে আসছে। বাংলাদেশ
ঠিক এর ব্যতিক্রম নয়। তার ওই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের দেশেও ডিজিটাল টাকা
লেনদেন সম্ভব হচ্ছে।
আমাদের দেশে এই সেবা বিভিন্ন ডিজিটাল প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হচ্ছে তার
মধ্যে অন্যতম হলো নগদ মোবাইল ব্যাংকিং সেবা। বাংলাদেশ সরকারের ডাক বিভাগের আওতায়
একটি ডিজিটাল আর্থিক সেবার নাম হচ্ছে নগদ মোবাইল ব্যাংকিং।
নগদ একাউন্ট খোলার নিয়ম
নগদ খুব অল্প সময়ে বাংলাদেশে অনেক জনপ্রিয়তা লাভ করে। ২০১৮ সালে নভেম্বর মাসেই
প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল এরাই সাথে সাথে নগদে গ্রাহক অনেক বেশি। এবং প্রতিনিয়ত
তাদের ইউজার বেড়ে যাচ্ছে। অনেকে নগদ একাউন্ট খুলছেন কিন্তু কিভাবে খুলতে হয়
সেটা জানেন না তাই বিস্তারিত এখানে জানাবো। নগদ একাউন্ট খুলতে প্রথমে আপনাকে নগদ
অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে।
আরো পড়ুনঃ কৃষি ব্যাংকে লোন পাওয়ার উপায়
তারপরে অ্যাপটি খুলুন এবং নতুন একাউন্ট খুলুন বা সাইন আপ বাটনে ক্লিক করুন। আপনার
মোবাইল নাম্বার এবং OTP প্রদান করুন। একটি পাসওয়ার্ড সেট করুন। অবশিষ্ট
প্রয়োজনীয় তথ্য প্রদান করুন যেমন নাম জন্মতারিখ এবং ঠিকানা। একাউন্ট খোলার জন্য
প্রদত্ত সকল তথ্য যাচাই করার জন্য একটি পরিচালকের সাথে যোগাযোগ করতে হবে। একাউন্ট
খোলার জন্য প্রদত্ত সকল তথ্য যাচাই হওয়ার পর আপনি নগদ ব্যবহার করতে শুরু করতে
পারবেন।
নগদ একাউন্ট খুলতে যা যা প্রয়োজন হবে
নগদ একাউন্ট খুলতে একটি মোবাইল ফোন একটি নিবন্ধিত সচল সিম একটি ন্যাশনাল আইডি
কার্ড একটি নগদ মোবাইল অ্যাপ পাসপোর্ট সাইজের দুই কপি ছবি। এক্ষেত্রে এক একটি
উপায় এক একটি জিনিসের প্রয়োজনীয়তা রয়েছে। যা নিচে বিস্তারিত আলোচনায় বুঝতে
পারবেন।
অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম
একদিন নগদ একাউন্ট খোলা একটি স্মার্ট পদ্ধতি। আপনি চাইলে ঘরে বসে অ্যাপের মাধ্যমে
নগদ একাউন্ট খুলতে পারেন। অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খুলতে প্রথমে আপনাকে মোবাইল
ফোনের প্লে ষ্টার অথবা অ্যাপেল স্টোরে যেতে হবে। তারপর Nagad লিখে সার্চ করলেই
একদম প্রথমেই নগদের অফিসিয়াল নগদ অ্যাপ চলে আসবে। এবার নগদ অ্যাপ ইন্সটল করে
নিন। নগদ অ্যাপ ইন্সটল করার পরে নগদ অ্যাপটি ওপেন করুন।
ওপেন করার পর রেজিস্ট্রেশন করুন অপশনটিতে ক্লিক করুন। এখন আপনি যেই নাম্বার দিয়ে
নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি লিখে পরবর্তী বাটনটিতে ক্লিক করুন।
আপনার সিমটি যেই অপারেটরে ( গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক) সিলেক্ট করুন
অর্থাৎ আপনার সিম বাংলালিংক হলে বাংলালিংক সিলেক্ট করুন। এবার আসবে একটি
গুরুত্বপূর্ণ স্টেপ এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে। প্রথমে আপনার
আইডি কার্ডের সামনের এবং পরের ধাপে পেছনের অংশের ছবি তুলবেন। এবং পরবর্তীতে
বাটনটিতে ক্লিক করুন।
এইভাবে এসে আপনাকে নতুন আরেকটি ডাউনলোড বক্সে নিয়ে যাবে সেখানে আপনার নিজের ছবি
তুলতে হবে। ছবি তোলার সময় আপনার চারপাশে যেন আলো থাকে আপনার মুখমণ্ডল যেন স্পষ্ট
দেখা যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। ছবি তোলার জন্য ক্যামেরায় সোজাসুজি তাকান
ছবি তোলার সময় কয়েকবার চোখের পলক ফেলুন। সফলভাবে ছবি তোলা হলে পরবর্তী ধাপে
ক্লিক করুন। এবার আপনাকে প্রাথমিক পিন সেটাপ করতে বলা হবে আপনি আপনার পছন্দমত মনে
রাখতে পারবেন এমন ৪ ডিজিটের পিন নাম্বার দিন।
আরো পড়ুনঃ নতুন ফেসবুক একাউন্ট খোলার নিয়ম
এরপর পরবর্তী ক্লিক করলে কনফার্ম পিন দিতে বলবে আপনি প্রথমে যে ৪ ডিজিটের পিন
নাম্বার দিয়েছিলেন সেই সেমাই তিন আবার দিবেন তিন বসানো শেষ পরবর্তী ধাপে ক্লিক
করুন। এবার নগদ থেকে আপনার একাউন্ট ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি কোর্ট মেসেজ
সেন্ড করা হবে। সেই কোডটি আসবে আপনি ওটিপিরং ঘরে সঠিকভাবে কোড পূরণ করুন। সবকিছুর
ঠিকঠাক ভাবে সফলভাবে কমপ্লিট করা হলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।
নগদ একাউন্ট খোলার ইউএসএসডি পদ্ধতি
প্রথমে আপনার মোবাইল ফোনের ডা য়াল প্যাডে গিয়ে *১৬৭# ডায়াল করতে হবে। এরপর
আপনাকে ৪ ডিজিটের প্রিন্সেট করে দিতে হবে। পিন সেট করার ক্ষেত্রে মনে রাখবেন এমন
পিন দিবেন যা আপনি মনে রাখতে পারবেন। এবং একাউন্টের পিন অবশ্যই কারো সাথে শেয়ার
করবেন না। পুনরায় কনফার্ম পিন চাইলে পূর্বে যে ৪ ডিজিটের পিন দিয়েছিলেন সেই ৪
ডিজিটাল পিন আবারো লিখে দিন।
নগদ একাউন্ট খুলতে যা প্রয়োজন
নগদ একাউন্ট খুলতে ভোটে আইডি কার্ড, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, যে সিম দিয়ে
অ্যাকাউন্ট খুলবেন সেই সিম, আপনার মোবাইল ফোন। নগদ উদ্যোক্তা পয়েন্ট যাওয়ার পর
আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সে ফর্মটি পূরণ করার পর নগদ উদ্যোক্তা আপনার নগদ
মোবাইল একাউন্ট ওপেন করে দিবে। এরপর ৫০ টাকা ক্যাশ ইন করলে আপনার নগদ একাউন্টটি
একটিভ হয়ে যাবে। তৈরি হয়ে গেল আপনার নগদ একাউন্ট।
নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনার মোবাইল ফোনের ডায়ালপার্ট থেকে *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট দেখতে পারেন।
প্রথমে*১৬৭#ডায়াল করুন। এরপর ৭ লিখে Send করুন এবং My Nagad অপশনে প্রবেশ করুন।
১ লিখে send করে Balance Inquiry অপশনে প্রবেশ করুন। এবার একাউন্টের পিন
নাম্বারের অপশন আসবে আপনার নগদ একাউন্টের পিন কোড দিয়ে send করুন। এবার ফোনের
স্ক্রিনে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
নগদ একাউন্টের সুবিধা
নগদ একাউন্ট এর সুবিধা গুলো হল নগদ সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
স্মার্ট ফোন এবং বাটন ফোনেও নগদ একাউন্ট খোলা যায়। নগদ থেকে অন্য নগদ একাউন্টে
হ্যান্ড মানি করতে কোন অতিরিক্ত টাকা খরচ হয় না। অর্থাৎ Send money সম্পূর্ণ
ফ্রি। নগদ একাউন্টে ক্যাশ ইন ফ্রিতে করতে পারবেন। নগদে ক্যাশ আউট চার্জ মাত্র
৯.৯৯ টাকা।
যা বাংলাদেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় অনেক কম। নগদ একাউন্ট থেকে
গ্রামীণ রবি বাংলালিংক এয়ারটেল টেলিটকে মোবাইল রিচার্জে করার অনেক সুবিধা
রয়েছে। নগদে অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের মোবাইল রিচার্জ অফার পাওয়া যায়।
নগদে একাউন্টের মাধ্যমে গ্যাস বিদ্যুৎ পানির বিল পরিশোধ করতে পারবেন।
আমার মতামত
বাংলাদেশের যতই মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে নগদ বাংলাদেশ
ডাক বিভাগের একটি সরকারি সেবা হওয়ার কারণে ডাক বিভাগের নগদ একাউন্ট এ লেনদেন
করাটা অন্যান্য সেবার চেয়ে অধিক নিরাপদ হবে। এছাড়াও অন্যান্য মোবাইল ব্যাংকিং
সেবার চাইতে নগদ একাউন্ট থেকে টাকা তোলার চার্জ তুলনামূলক অনেক কম।
আরো পড়ুনঃ সোনালী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
আপনারা চাইলে কোন প্রকার ভয় ছাড়া নগদের যেকোন সেবা গ্রহণ করতে পারেন। আপনার নগদ
একাউন্টের নাম্বার ও ভেরিফিকেশন কোড কখনো কারো সাথে শেয়ার করবেন না। আপনাদের যদি
আজকের আমার আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার একটি ভালো মতামত দিয়ে
কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ওয়েবসাইটটি ভিজিট করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url